ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

‘লকডাউন মানি না’- স্লোগানে নিউ মার্কেটের সামনের সড়ক অবরোধ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে আজ থেকে এক সপ্তাহের জন্য দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গণপরিবহন চলাচল ও বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে।


তবে সংক্রমণের টালমাটাল এই সময়ের মাঝে চার ঘণ্টা দোকান খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকশ ব্যবসায়ী ও দোকান কর্মচারী।


সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেটের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় ‘লকডাউন মানি না, দোকান খোলা রাখতে হবে’ এমন স্লোগানও দেন অবরোধকারীরা।


গাউছিয়া মার্কেটের একটি দোকানের কর্মচারী রাহাত আহমেদ বলেন, কনফেকশনারী, খাবার হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, এমনকি সেলুন পর্যন্ত খোলা আছে। তাহলে আমরা কেন বঞ্চিত হব। অবিলম্বে মার্কেট খুলতে হবে, তা না হলে আমরা রাস্তা ছাড়ব না।


এ দিকে, কর্মচারীদের অবস্থানের কারণে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ads

Our Facebook Page